top of page
Search

YouthBees CV Service

এত এত এপ্লাই করেও জব ইন্টারভিউ এর জন্য ডাকই পাচ্ছি না। কিন্তু কেন? একজন নিয়োগদাতা মাত্র গড়ে ৫-৭ সেকেন্ড আপনার সিভিটি দেখে সিদ্ধান্ত নেয় আপনাকে ইন্টারভিউয়ে ডাকবে নাকি। অর্থাৎ কোন জব পাওয়ার পূর্বশর্ত হচ্ছে আপনার সিভিটি হতে হবে একদম গোছানো।

সুতরাং চাকুরীর ক্ষেত্রে সিভির গুরুত্ব তো বলে বোঝানোর নয়।

সিভি বানানো থাকলে এবং প্রতিনিয়ত তা আপডেট করলে কাজের এবং পড়াশোনার গতি বৃদ্ধি পায়।

একটি গোছানো সিভি নিজের সাথে প্রতিযোগিতা করা শেখায়, আর চাকুরী ক্ষেত্রেও আপনাকে এগিয়ে রাখবে বহুগুণ।

নিজে নিজে প্রফেশনাল সিভি তৈরি করতে গেলে প্রায়ই পড়তে হয় নানান কনফিউশন এ, "ঠিক ঠিক হলো তো?" "রিক্রুটিং পারসনদের চোখে ভুল ধরা পড়বে না তো?" "ইন্টারভিউ তে ডাকবে তো?"

এছাড়াও সেই সিভি যদি বিশ্ববিদ্যালয় জীবন থেকেই গোছানো না থাকে তাহলে পড়তে হয় মহা বিড়ম্বনায়।

এসব চিন্তা ভাবনা থেকে আপনাকে মুক্তি দিতে YouthBees এসেছে আপনাকে সাহায্য করতে একটি সুব্দর গোছালো এবং প্রফেশনাল সিভি তৈরি করে দিতে।

নিচের গুগল ফর্মটি পুরন করুন এবং নিজের ক্যারিয়ারে আরো একটি ধাপ এগিয়ে যান।

গুগল ফর্ম লিংক: https://forms.gle/CB5ka6ePuFDCMqzs5

ree

 
 
 

Comments


+8801797765669

©2022 by YouthBees. Proudly created with Wix.com

bottom of page